অর্গানন অভ্ মেডিসিন। অনু: ডা. রেজাউল করিম
‘অর্গানন অভ্ মেডিসিন- এর বঙ্গানুবাদসহ সহজ ব্যাখ্যাগ্রন্থ’
হোমিওপ্যাথি বলতে সাধারণ মানুষ বুঝেন যে, এটি একটি সাধারণ চিকিৎসাপদ্ধতি, এতে চিকিৎসা করলে রোগ না সারলেও কোনো পার্শ্বক্রিয়া হয় না, এটি একটি প্লাসিবো ইফেক্ট চিকিৎসাপদ্ধতি, এই চিকিৎসাপদ্ধতি জানতে কোনো পড়াশুনার প্রয়োজন হয় না ইত্যাদি ইত্যাদি নানা ধরণের ভুল ধারণা মানুষের মনের মধ্যে গ্রথিত করে দেয়া হয়েছে এক অজানা কারণে। কিন্তু হোমিওপ্যাথি হচ্ছে মূলত লক্ষণভিত্তিক চিকিৎসাপদ্ধতি, এতে সদৃশ সদৃশের ভিত্তিতে আরোগ্য সংঘটিত হয়। রোগীরা প্রাকৃতিক রোগে আক্রান্ত হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হয় এবং চিকিৎসক তার ঔষধভান্ডার হতে রোগীর লক্ষণসাদৃশ্যের ভিত্তিতে একটি শক্তিকৃত ঔষধ সূক্ষ্ম মাত্রায় রোগীকে প্রদান করেন। এতেই তরুণ রোগে রোগী অল্প কয়েকদিনে কুফলমুক্তভাবে পূর্বস্বাস্থ্যে ফিরে যায় এবং চিররোগে একটি নির্দিষ্ট সময়ে কুফলমুক্তভাবে আরোগ্যলাভ করে। উপরোক্ত আরোগ্যের এই নিয়মকানুনগুলো যে একটি নির্দিষ্ট গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে তা হলো মহাত্মা হ্যানিম্যানের লিখা অর্গানন অভ্ মেডিসিন। তাই এই বইটি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান ব্যতীত হোমিওপ্যাথি সম্পর্কে যে কোনো মন্তব্যই দুষনীয়। এই বইটি ব্যতীত হোমিওপ্যাথির ভিতরে প্রবেশ করার আর কোনো মত ও পথ নেই।